টাঙ্গুয়া হাওরের সুরক্ষা জরুরি ড. বিভূতি ভূষণ মিত্র প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১০:১৭ এএম  ড. বিভূতি ভূষণ মিত্র টাঙ্গুয়া হাওর। প্রথমেই বলে নিচ্ছি এটি টাঙ্গুয়ার নয়, টাঙ্গুয়া। স্থানীয়রা একে টাঙ্গুয়া হাওরই বলেন। সরকারি নামজারিতেও এটি টাঙ্গুয়া নামে পরিচিত। অনেকের মতে, বাঁশের টং বানিয়ে কৃষকরা ধান পাহারা দিতেন। এখান থেকেই টাঙ্গুয়া নামটি এসেছে। এ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমার শিক্ষক ড. মো. মোস্তফা ফিরোজের সঙ্গে কথা বলি। তিনি আরও জানালেন আইইউসিএন-এর প্রজেক্ট প্রোপোজালে এই টাঙ্গুয়া হাওরের নাম টাঙ্গুয়ার হাওর লেখার পর এটি টাঙ্গুয়ার হাওর নামেই সব জায়গায় পরিচিতি পেতে থাকে। সত্যিকার অর্থে এটি এখন আর টাঙ্গুয়া হাওর নাই। নতুন আরেক টাঙ্গুয়ার হাওরই হয়ে গেছে। একসময় জীববৈচিত্র্যের লীলাভূমি ছিল টাঙ্গুয়া হাওর। পাওয়া যেত ১৪১ প্রজাতির মাছ, যার মধ্যে মাগুর, বাইম, গুলশা, চিতল, কালবাউশ, ট্যাংরা, গজার, বেতি, কাকিয়া অন্যতম। নানা প্রজাতির জলজ উদ্ভিদও এদের বিশেষ সৌন্দর্যকে ধরে রেখেছে। যেমন হিজল, হেলেঞ্চা, পানিফল, নলখাগড়া, শালুক, শাপলা ইত্যাদি। এখানে শীতকালে ২৫০ প্রজাতির অতিথি পাখিও আসে। এ ছাড়া ১৩ ...