9/30/2024

Sustainable development and ethnobiological practices in Hajong and Chakma community of Bangladesh

Sustainable development and ethnobiological practices in Hajong and Chakma community of Bangladesh

Bibhuti Bhushan Mitra

Introduction

According to United Nations World Commission of Environment and Development, sustainable development means meeting the needs of the present without compromising the ability of future generations to meet their own needs.

Ethnobiological practices are totems and taboos, traditional medicines, strong beliefs such as myth, folklores etc .Hajong community lives in Mymensingh, Sherpur districts and chakma in Chittagong district. One community lives in plain land and another in hill area. The paper presents here ethnobiological practices of two communities which are sustainably used.

Bangladesh covers an area of 1, 47,570 sq km with a population of 150 million. The total population of indigenous peoples in Bangladesh is approximately 3 million, out of which, 0.85 million live in Chittagong which covers an area of 13,295 sq km and other indigenous peoples in greater Mymensingh and Sylhet region.

The ethnobiological practices in these communities are common in Bangladesh. Involving practices are toems and taboos, sacred groves, traditional medicinal uses and traditional farming, social ethics and beliefs etc. These are also termed as traditional ecological knowledge. According to IUCN-

1. Traditional ecological knowledge or TEK offers new biological knowledge and ecological insights;

2. Some TEK system provides models of sustainable natural resource management;

3. TEK is relevant for protected areas and conservation education;

4. The use of TEK is often crucial for development planning; and

5. TEK may be used in environmental assessment.

Clark shows that the concept of sustainable use of species posits that humanity can benefit from the exploitation of surpluses that are naturally produced by wild animals. The concept holds, for example, that it is appropriate to exploit elephants when their numbers exceed the carrying capacity of any particular habitat.

Sacred groves are the ancient natural sanctuaries where all forms of living creatures where afforded protection through the grace of some deity.

Totems and taboos are unwritten social rules that regulate human behaviour. Such constraints not only may govern human social life, but also may affect and sometimes even directly manage, many constituents of the natural environment.

Traditional agroecosystem supports the plant and animal diversity in immense. Tree diversity in farms and agroecosystems is often the product of interaction of local and formal knowledge.

In spite of modernization, traditional ecological ethos continues to survive in many other local societies, although often in reduced forms. A large number of elements of local biodiversity, regardless of their use value are protected by the local cultural practices.

Results

Animal use as totem through conservation in Hajong community

1. Local Name:Bon Chagol, English Name: Serow , Scientific name: Capricornis sumataensis, use: Muila worship ingredient

2. Local name : Raj Hans , English Name: Bar headed goose, Scientific Name :Anser indicus, use: Nikni dao worship ingredient

Animal use as farming through conservation in Hajong community

1) Local Name: Bon Chagol, English Name : Serow, Scientific Name:

Capricornis sumataensis

2. Local name : Raj Hans , English Name: Bar headed goose, Scientific Name :Anser indicus

3. Local name: Kabutor , English name : Rock pigeon, Scientific Name :Columba livia

Plant use as totem through conservation in Hajong community

1. Family name: Leguminosae, Scientific Name:Butea monospora, Uses: Red flower use in Balihata puja

2. Family Name: Bombaceae, Scientific Name: Bombax ceiba, Use: worship ingredients

Plant use as taboo through conservation in Hajong community

1. Family Name: Arecaceae, Scientific Name: Calamus guruba, Uses: use to drive out evil spirit

2. Family: Drynariaceae, Scientific Name: Drynaria quercifolia, Uses: to drive out evil spirit

3. Family: Poaceae, Scientific name: Erianthus rivannae, Use: to drive out evil spirit

Plant use as medicine through conservation in Hajong community

1. Family: Rutaceae, Scientific Name: Citrus aurantifolia use: stomach pain /leaves

2. Family: Lauraceae, Scientific Name: Cinnamomum tamala Use: Jaundice/juice

Plant use as farming through conservation in Hajong community

1. Local Name: Aam, Family: Anacardiacae, Scientific Name: Mangifera indica

2. Local Name: Narkael, Family: Arecaceae, Scientific name: Cocos nucifera

Traditional ethos of Hajong community

1. Killing of cow is like to the killing of Brahman

2. If one kills cow or elephant or horse, he will go to the hell.

Animal use as totem through conservation in Chakma community

1. Local Name : Murgi, Scientific name :Gallus gallus ,Use: Sacrifice to god

2. Local Name : Chagol, Scientific name: Capricornis sumataensis, use: sacrifice to god

3. Local name : Shukor, Scientific name: Sus scrofa ,Use : sacrifice to god

Animal use as taboo through conservation in Chakma community

1. Local Name : Ghughu Scientific name: Stretopelia chinensis ,use: sign of evil

Animal use as medicine through conservation in Chakma community

1. Local name ; Rui, Labeo rohita , Use : Stomach pain

Animal use as traditional or social farming through conservation in Chakma community

1. Local Name: Shukar, English Name: Wild boar, Scientific Name: Sus

scrofa

2. Local name: Murgi, English Name: Fowl, Scientific Name: Gallus gallus

3. Local name: Bon Chagol, Engflish Name: Serow, Scientific Name: Capricornis sumataensis

Plant use as totem through conservation in Chakma community

1. Local Name :Gela lota, English Name : Derris trifoliata, use : sign of good

2. Local Name : Pakur, English Name: Ficus infectoria , use: sign of good

Plant use as social or traditional farming through conservation in Chakma community

1. Local Name : Tula, Scientific Name : Gossypim herbaceum

2. Local name :Shosa, Scientific name : Cucumis sativa

3. Local Name : Korola: Scientific Name : Momordica charantia

4. Local Name : Bhutta , Scientific Name : Zea mays

Traditional ethos of Chakma community

1. Elephas maximus is the sign of king, so they do not kill.

2. It is forbidden to kill any pregnant animal.

Discussion

Traditional knowledge such as totems and taboos, ethos, farming, myth, folklores is vital for sustainable natural resource use including forest, water, agroecosystems etc.

Biodiversity conservation in the context of specific local knowledge and skills and strategies; concern for well-being of future generations; reliance on local resources; restraint in resource exploitation; an attitude of gratitude and respect for nature; management, conservation and sustainable use of biodiversity outside formal protected areas; and, transfer of useful species among the households, villages and larger landscape may be helpful for sustainable life.

Madhav Gadgil says that ecosystem people have been in the business of extracting services from nature without large inputs for a very long time. Their practices have therefore moulded to working closely to nature. This repertoire includes a great variety of land races of cultivated plants and domesticated animals adapted to particular environments which often are reservoirs of valuable genes conferring resistance to disease , permitting salt or drought tolerance and so on.

Anwarul Islam comments on his paper that despite the overwhelming Muslim majority, Bangladesh is not an Islamic state yet. A democratically elected government governs it, with equal opportunities for every group to choose its own representatives. Since Bangladesh is an overpopulated country, there is little inhibition in exploiting the available natural resources. Some of the traditional beliefs and practices of the people have helped in the protection of a few plants like peepul, mehndi, tamal, and birds and animals and archids like the spider, crab, turtle, king cobra, marsh crocodile, swift and Hunuman langur.

Most ecosystem people live in the forest area. According to this study, traditional beliefs such as worship ingredients (sanctified) protect the recorded species. Some species are protected by social farming or medicinal use, because of the traditional consumer’s needs. Two types of traditional ethos have recorded in both Hajong and Chakma community, which help to protect the species. These traditional practices are sustainable for development. Because it not only fill up the present community needs, but also save for long term future.

References

Gadgil,M and Guha,R. (1995). Ecology and Equity- the use and abuse of nature in contemporary India, Penguin Books, India pp 133-147

Clark,B.(2002).Unnatural selection or the natural consequence of Sustainable use of Species An Israeli Perspective, In Heaven and Earth and I Ethics of Nature Conservation in Asia.(Edt)Menon,V and Sakamoto, M . Penguin Books, India.pp157-171,

*Bibhuti Bhushan Mitra , M Phill researcher , Department of zoology , Jahangirnagar University , and Development activist ,Health Education and life Support Program , Sajida Foundation , Dhaka.

নির্বিচারে সাপ হত্যা বন্ধ ড. বিভূতি ভূষণ মিত্র

 


নির্বিচারে সাপ হত্যা বন্ধ


ড. বিভূতি ভূষণ মিত্র


ড. বিভূতি ভূষণ মিত্র: সাপ লম্বাটে,পাবিহীন, মাংসাশী সরীসৃপ প্রাণী।  কচ্ছপ বা গিরগিটি যে সরীসৃপ শ্রেণির সাপও তাই। সাপের আদি পুরুষের আবির্ভাব ঘটে ডাইনোসর যুগে। এখন এই শ্রেণিটি এন্টার্কটিকা বাদে পৃথিবীর সব অঞ্চলে পাওয়া যায়।  পৃথিবীতে বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে।  আমরা যে সাপ দেখলেই মারতে উদ্যত হই, সত্যিকার অর্থে এই বন্যপ্রাণীটি কোন ক্ষতি করে না। 

সাধারণত অধিকাংশ বিষাক্ত সাপ উজ্জ্বল বর্ণের হয়। এদের স্বতন্ত্র মাথা থাকে। দেখতে ত্রিকোণাকার। পার্শ্বীয় অংশ প্রশস্ত। বিষহীন সাপ তেমন উজ্জ্বল হয় না। সাধারণত এদের মাথা লম্বাটে ও সংকীর্ণ হয়। বিষহীন সাপের বিষদাঁত থাকে না সাধারণত।  তবে কিছু বিষহীন সাপের থাকে। বিষধর সাপের চোখের মণি দেখতে ডিম্বাকার আর বিষহীন সাপের চোখের মণি গোলাকার হয়। বিষধর সাপের মাথা তিন কোণা অর্থাৎ ত্রিভুজাকার। 

একটি তথ্য মতে বাংলাদেশে ১০০ প্রজাতির মত সাপ রয়েছে। এইসব সাপের মধ্যে ৩৭ প্রজাতির সাপ বিষাক্ত। এসবের মধ্যে ১৬ প্রজাতির সাপ সমুদ্রে বাস করে, তিন প্রজাতির কোবরা , ৫ প্রজাতির কেউটে, ২ প্রজাতির কোরালসাপ, ৬ প্রজাতির সবুজ বোড়া, এক প্রজাতির চন্দ্রবোড়া । বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর বিশ্বে ৫৪ লাখ মানুষ সর্প দংশনের শিকার হয়। এর মধ্যে ১ লাখ মানুষ মারা যায়। প্রায় ৪ লাখ মানুষ এর কামড়ে পঙ্গুত্ব বরণ করে। সংস্থাটির মতে প্রতি বছর বাংলাদেশে ৫ লাখ ৮০ হাজার মানুষ সর্পদংশনের শিকার হন এবং প্রায় ৬ হাজার মানুষ মারা যান। ভারতে ৩০০ প্রজাতির সাপ রয়েছে যার মধ্যে ৬০ প্রজাতির সাপ বিষাক্ত। সেখানে প্রতিবছর ৬৪ হাজার মারা যায় সর্পদংশনে। এই সংখ্যা বিশ্বের সর্প দংশনে মৃত্যুর ৮০ ভাগেরও বেশি। তবে অনেক দেশে বিষধর সাপ থাকলেও মৃত্যহার খুবই কম। যেমন অস্ট্রেলিয়াতে ১৭২ প্রজাতির সাপ রয়েছে তার মধ্যে ১০০ প্রজাতি বিষাক্ত। এ সত্ত্বেও প্রতি বছর এখানে মাত্র ৩ হাজার সর্পদংশনের ঘটনা ঘটে। এখানে বছরে সর্পদংশনে মৃত্যুর হার মাত্র ২ %।

প্রাকৃতিক পরিবেশ ও খাদ্য জালে সাপের বিশেষ গুরুত্ব রয়েছে। শিকার প্রজাতি না থাকলে অন্যান্য প্রজাতি অনিয়ন্ত্রিত হারে বেড়ে যেত। আবার যারা সাপ খায় তাদের খাদ্য খুঁজতে হত। 

সম্প্রতি চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার নামের  একটি সাপের বিস্তারকে ঘিরে জনমনে আতঙ্ক বিরাজ করছে। অনেক জায়গায়  নির্বিচারে যে কোন সাপ হত্যা করা হচ্ছে।  বাংলাদেশ বন বিভাগ এ নিয়ে একটি বিবৃতিও দিয়েছে     তাতে বলা আছে - শঙ্খচূড়, খইয়া গোখুরা, কালাচ প্রভৃতি সাপ চন্দ্রবোড়াসহ অন্যান্য সাপ খেয়ে থাকে। এইভাবে যে কোন সাপ মারা হলে চন্দ্রবোড়ার বিস্তার আরও ঘটবে। 



https://www.amadershomoy.com/opinion/article/115515?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR1VDRAzyy7bgN4-THJTjjTZ9te2ryL3Xf0tvX9VG5J7H3fujbBcYsi3HOg_aem_6UWh-fiiHF3di3eDbPkGpA


সত্যিকার অর্থে সাপ মূলত মানুষকে এড়িয়ে চলে। মানুষকে সাপ তখনই কামড়ায় যখন সে ভীত, আতঙ্কগ্রস্ত ও আক্রমণের শিকার হয়। অধিকাংশ সাপ মানুষের কোন ক্ষতি করে না। কিছু সাপ আক্রমণের শিকার হলে তাদের লেজ নাড়িয়ে ভয় দেখায়। এটা দেখে অনেক মানুষ ভীত হয়ে সাপ মেরে ফেলে। বাংলাদেশে চন্দ্রবোড়া সাপ নিয়ে যা ঘটছে তা সত্যিদঃখজনক। এই মুহূর্তে  নির্বিচারে সাপ হত্যা বন্ধ করতে হবে। কোনটি বিষধর কোনটি বিষধর নয়, সে সম্পর্কে জানতে হবে। এজন্যে সারাদেশে সচেতনতা মূলক কাজ বাড়াতে হবে।  এক্ষেত্রে বিভিন্ন সরকারি - বেসরকারি সংস্থার এগিয়ে আসা জরুরি। 
লেখক: শিক্ষক ও গবেষক

 

রাসেলস ভাইপার ঠেকাতে হবে বংশ বিস্তার ড. বিভূতি ভূষণ মিত্র

 


রাসেলস ভাইপার

ঠেকাতে হবে বংশ বিস্তার

ড. বিভূতি ভূষণ মিত্র


রাসেলস ভাইপার

ঠেকাতে হবে বংশ বিস্তার

ড. বিভূতি ভূষণ মিত্র


প্রকাশ : ২৭ জুন ২০২৪ ১৫:০৬ পিএম

ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপের একটি চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার। বাংলাদেশে ২০১৩ সাল থেকে এর বিস্তৃতি নজরে পড়ছে। এটি ক্রমেই সারা দেশে ছড়িয়ে পড়ছে। এর কামড়ে মৃতের সংখ্যাও বাড়ছে। এর কামড়ে ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত দেশের ১৭ জেলায় ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চন্দ্রবোড়ার মাথা চ্যাপ্টা, ত্রিভুজাকার। নাকের ছিদ্র ও চোখ বড়। দেহ মোটাসোটা। পিঠের গায়ের রঙ হলুদ, গাঢ় বাদামি ও কালো বলয়যুক্ত বা অর্ধচন্দ্রের মতো, তিন সারিতে বিভক্ত। পেটের দিকটা সাদা, হলুদ, গোলাপি রঙের। দৈর্ঘ্য সর্বোচ্চ ১.২৪ মিমি। এরা সাধারণত ঘন ঘন স্থান পরিবর্তন করে। বেশিরভাগ সময় খোলা এলাকা, ঝোপঝাড়, বাগান বা কৃষিজমিতে পাওয়া যায়। বাসাবাড়িতে না গেলেও ইঁদুরের সন্ধানে যেতে পারে। কচুরিপানার ওপর শুয়ে রোদ পোহায় বলে ভেসে সহজেই এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারে। চন্দ্রবোড়া নিশাচর হলেও ঠান্ডা আবহাওয়ায় দিনের বেলায়ও সক্রিয় থাকে। এটি সেকেন্ডের ১৬ ভাগের এক ভাগ সময়ে কামড় দিতে পারে। এরা সরাসরি বাচ্চা প্রসব করে। জুন-জুলাইয়ে ২০ থেকে ৪০টি বাচ্চা প্রসব করে।


চন্দ্রবোড়ার প্রধান খাবার ইঁদুর হলেও ছোট ছোট পাখি, টিকটিকি, ছোট ছোট সরীসৃপ খেয়ে থাকে। এরা শিকার করতে অভিনব কৌশল ব্যবহার করে। এরা ইঁদুরকে কামড় দিয়ে খেয়ে ফেলে না। ছেড়ে দেয়। ইঁদুরটি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে গর্তে যায়। পরে সাপটি সেই গর্তে থাকা বাকি ইঁদুরদেরও খেয়ে ফেলে। ২০০৯ সালের আগে ১০০ বছরে চন্দ্রবোড়াকে বাংলাদেশে দেখা না যাওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়। কিন্তু ২০১২ সাল থেকে রাজশাহী অঞ্চলে এটি আবার দেখা যায়। এখন পদ্মা ও মেঘনার তীরবর্তী বরিশাল, ভোলা, পটুয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, মুন্সীগঞ্জ, কুষ্টিয়া, শরীয়তপুর, রাজশাহী, পাবনা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জসহ মোট ১৭ জেলায় দেখা যাচ্ছে। আবার একটি তথ্য অনুযায়ী, ২০০৯ সালে রাজশাহীতে, ২০১০ সালে চাঁপাইনবাবগঞ্জে, ২০১২ সালে নাটোরে, ২০১৩ সালে পাবনায় এবং ২০১৫ সালে চাঁদপুরে চন্দ্রবোড়া দেখা যায়। এ সাপ মূলত নদীর ধার ও চরাঞ্চলে বেশি থাকে। চন্দ্রবোড়া ৪৫-৬০ মিলিগ্রাম বিষ প্রয়োগ করতে পারে। একজন মানুষের মৃত্যুর জন্য ৪২ মিলিগ্রাম বিষই যথেষ্ট। এটি কামড় দিলে বেশ কিছু লক্ষণ দেখা যায়। যেমন কামড়ের স্থানে ব্যথা করবে, ফুলে যাবে। দাঁতের মাড়ি ও প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত বেরোবে। কামড়ের স্থানে ফোসকা ওঠার সঙ্গে সঙ্গে রক্তচাপ ও হৃদস্পন্দন কমে যাবে।

একটি তথ্যমতে, বাংলাদেশে ১০০ প্রজাতির মতো সাপ রয়েছে। এর মধ্যে ৩৭ প্রজাতির সাপ বিষাক্ত। এসবের মধ্যে ১৬ প্রজাতির সাপ সমুদ্রে বাস করে, তিন প্রজাতির কোবরা, ৫ প্রজাতির কেউটে, ২ প্রজাতির কোরাল, ৬ প্রজাতির সবুজবোড়া, এক প্রজাতির চন্দ্রবোড়া। চন্দ্রবোড়া মূলত এশিয়া অঞ্চলের সাপ। এটি ভারতীয় অঞ্চল, দক্ষিণ-পূর্ব এশিয়ার অধিকাংশ এলাকা, দক্ষিণ চীন ও তাইওয়ানেও দেখা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর বিশ্বে ৫৪ লাখ মানুষ সাপের কামড়ের শিকার হয়। এর মধ্যে ১ লাখ মানুষ মারা যায়। প্রায় ৪ লাখ মানুষ এর কামড়ে পঙ্গুত্ব বরণ করে। সংস্থাটির মতে, প্রতি বছর বাংলাদেশে ৫ লাখ ৮০ হাজার মানুষ সাপের কামড়ের শিকার হয় এবং প্রায় ৬ হাজার মানুষ মারা যায়। ভারতে ৩০০ প্রজাতির সাপ রয়েছে; যার মধ্যে ৬০ প্রজাতির সাপ বিষাক্ত। সেখানে প্রতি বছর ৬৪ হাজার মারা যায় সাপের কামড়ে। এ সংখ্যা বিশ্বে সাপের কামড়ে মৃত্যুর ৮০ ভাগের বেশি। তবে অনেক দেশে বিষধর সাপ থাকলেও মৃত্যহার খুবই কম। যেমন অস্ট্রেলিয়ায় ১৭২ প্রজাতির সাপ রয়েছে; তার মধ্যে ১০০ প্রজাতি বিষাক্ত। এ সত্ত্বেও প্রতি বছর এখানে মাত্র ৩ হাজার সাপের কামড়ের ঘটনা ঘটে। এখানে বছরে সাপের কামড়ে মৃত্যুহার মাত্র ২%।

সাপের কামড় বেড়ে যাওয়ার একটি কারণ নগরায়ণ হতে পারে। নগরায়ণের কারণে কৃষিভূমি কমে যাচ্ছে, কমে যাচ্ছে পুকুর ও জলাশয়। সাপ প্রাকৃতিক আবাসস্থল হারাচ্ছে। মানুষের ঘরবাড়িতে প্রবেশ করছে। আরও একটি কারণ হলো, এক ফসলের জায়গায় তিন ফসলের চাষ। এ ঘটনাটি বরেন্দ্র অঞ্চলে দেখা যাচ্ছে। সেখানে আগে বছরে একটি ফসল করা হতো। কিন্তু এখন বছরে তিন ফসল করা হয়। তিনটি ফসল চাষ করলে জমিতে সব সময় পানি থাকে এবং ইঁদুরের সংখ্যাও বাড়তে থাকে। ইঁদুর বাড়ার কারণে চন্দ্রবোড়াও বাড়তে থাকে। আগে এক ফসল থাকার সময় বাকি সময় ফসলি জমি পতিত পড়ে থাকত বিধায় বংশবিস্তারের অনুকূল পরিবেশ পেত না। গবেষকদের মতে, এটি ছড়িয়ে পড়ার অন্যতম কারণ বাংলাদেশ কৃষিভূমি অনেক। এসব কৃষিভূমিতে ইঁদুর বেশি থাকে। চন্দ্রবোড়ার প্রিয় শিকার ইঁদুর। এটি সারা বছরই কৃষকের ফসলি ক্ষেতে থাকে। ইঁদুরের সঙ্গে সঙ্গে চন্দ্রবোড়াও কৃষিজমিতে থেকে খাবার শিকার করে এবং বসবাস শুরু। এখানেই সে বংশ বৃদ্ধি করে। এর ফলে এর সংখ্যা বাড়ছে ক্রমেই।

বাংলাদেশে চন্দ্রবোড়ার কামড়ের হার তেমন একটা বেশি এখনও বাড়েনি। ভারতে মোট সাপের কামড়ের ৪৩% চন্দ্রবোড়ার কারণে ঘটে। প্রতি বছর শ্রীলঙ্কায় ৩০-৪০ ভাগ সাপের কামড় ঘটে চন্দ্রবোড়ার কারণে। অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে মানুষ না জেনে এর গায়ের ওপর পা দেওয়ায় বা বিরক্ত করায় এটি কামড় দিয়েছে। আমাদের দেশে সাপের কামড়ে মারা যাওয়ার অন্যতম কারণ এখনও ওঝার কাছে যাওয়া। ততক্ষণে রোগী মারা যায়। গোখরো সাপে কামড়ালে ৮ ঘণ্টা পর মানুষ মারা যায়। কেউটে সাপ কামড়ালে ১৮ ঘণ্টা পর মারা যায়। চন্দ্রবোড়া কামড়ালে ৭২ ঘণ্টা পর রোগীর মৃত্যু ঘটে। অথচ হাসপাতালে অ্যান্টিভেনম প্রয়োগ করলেই মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। তবে চন্দ্রবোড়ার সঠিক অ্যান্টিভেনম বাংলাদেশে পাওয়া যায় না। এখানে চন্দ্রবোড়া কামড়ালে যে ভারতীয় অ্যান্টিভেনম ব্যবহার করা হয়, তা ঠিকভাবে কাজ করে না। এতে রোগীকে বাঁচানো কষ্টকর হয়ে ওঠে। চন্দ্রবোড়ার কামড়ে মৃত্যু বেড়ে যাওয়ার একটি কারণ এর চিকিৎসায় যে অ্যান্টিভেনম দেওয়া হয় তা ঠিকভাবে কাজ করে না। এখানকার অন্য বিষধর সাপগুলো সাধারণত আমাদের শরীরে এক বা দুই ধরনের বিষ ঢুকিয়ে দেয়। কিন্তু চন্দ্রবোড়া সাপের বিষে দুইয়ের অধিক ধরনের বিষ রয়েছে যা রক্ত, বৃক্ক, কলা ও স্নায়ুতন্ত্রকে ক্ষতি করা শুরু করে। ফলে চিকিৎসকরা এর চিকিৎসা করতে হিমশিম খাচ্ছেন। সাধারণত অন্যান্য বিষধর সাপ কামড়ালে চিকিৎসার পরও ১০ থেকে ১৫ ভাগের মৃত্যুর শঙ্কা থেকে যায়। কিন্তু চন্দ্রবোড়ার কামড়ে চিকিৎসার পরও মৃত্যুর শঙ্কা থাকে ৩০ ভাগ।

আমাদের দেশে সাপের কামড়ের প্রাথমিক চিকিৎসা নিয়েও অনেকে অবগত নই। বর্ষাকালে বিশেষ করে গ্রামাঞ্চলে সাপের উপদ্রব বেড়ে যায়। সাপের কামড়ের প্রাথমিক চিকিৎসা নিয়ে সবারই একটি ধারণা থাকা দরকার। সাপ কামড়ালে আমাদের আতঙ্কিত হওয়া চলবে না। শান্ত থাকতে হবে। শরীরের যে স্থানে সাপ কামড়িয়েছে সেটা নড়াচড়া করা যাবে না। আক্রান্ত স্থানে কাপড় বেঁধে দিতে হবে। তবে শক্ত করে বাধা যাবে না। এ ছাড়া সাপ কামড়ালে আক্রান্ত স্থান থেকে রক্ত চুষে বের করা যাবে না। ওই স্থান কেটে রক্তক্ষরণ করা যাবে না। বরফ, তাপ বা রাসায়নিক দ্রব্য ওই স্থানে প্রয়োগ করা যাবে না। বাংলাদেশে প্রতি বছর সাপের কামড়ে মারা যায় ৬ হাজার ৪১ জন। তার পরও বাংলাদেশের অ্যান্টিভেনমের জন্য আমদানির ওপর নির্ভর করতে হয়। তবে বাংলাদেশে ভেনম রিসার্চ সেন্টার হয়েছে। এখন এ দেশে বিষধর সাপের বিষ ও বিষক্ষয় নিয়ে গবেষণা চলছে। বাংলাদেশে বিষের তীব্রতার দিক থেকে চন্দ্রবোড়া সবচেয়ে বিষাক্ত। এখানে আমরা যে অ্যান্টিভেনম ব্যবহার করি তা ভারত থেকে আমদানিকৃত। কিন্তু ভারতের থেকে এখানকার সাপের বিষাক্ততার ধরন আলাদা হওয়ায় অনেক ক্ষেত্রে তা কাজ করে না। তবে বাংলাদেশেও এখন অ্যান্টিভেনম তৈরির কাজ শুরু হয়েছে। এটি করছে ভেনম রিসার্চ সেন্টার ও অ্যানিমেল ইমিউনাইজেশন ল্যাব। এদের সৃষ্ট অ্যান্টিভেনম মৃত্যুহার অনেকটাই কমিয়ে আনবে আশা করি।

লেখক, শিক্ষক ও গবেষক

9/29/2024

সুন্দরবন অরক্ষিত বন্য প্রাণী ড. বিভূতিভূষণ মিত্র

 

সুন্দরবন

অরক্ষিত বন্য প্রাণী

ড. বিভূতিভূষণ মিত্র

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪ ১০:১৪ এএম

ড. বিভূতিভূষণ মিত্র

সুন্দরবনের পরিবেশ আগের মতোই থাকবে তো? বেঁচে থাকবে তো বাংলাদেশের গৌরবদীপ্ত-উজ্জ্বল-ক্ষিপ্র-তেজি-রাজসিক রয়্যাল বেঙ্গল টাইগার? অনেক বিজ্ঞানী অবশ্য বলছেন, আগামী ৫০ বছরে হয়তো বা এ প্রজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে। কেননা সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার ওপর নির্ভর করে বাঘের প্রজনন। সে প্রজননের পরিবেশ টিকিয়ে রাখাই এখন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কেননা একদিকে সুন্দরবনের নিকটবর্তী শিল্পকারখানা গঠন করা হচ্ছে, অনেকটা অপরিকল্পিতভাবে; অন্যদিকে খালে বিষ প্রয়োগ করে ধরা হচ্ছে মাছ। এতে বাস্তুতন্ত্রের ওপর আঘাত হানছে। সুন্দরবেনর আয়তন মোট ১০ হাজার বর্গকিলোমিটার। এটি বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। এর ৬২ শতাংশ বাংলাদেশে আর ৩৮ শতাংশ ভারতে পড়েছে। এটি পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদের অববাহিকায় অবস্থিত। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার কিছু এলাকা এ বনের বাংলাদেশ অংশ। সুন্দরবন ১৯৯২ সালে রামসার এলাকা হিসেবে ঘোষিত হয়। পরে ১৯৯৭ সালে একে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে ইউনেস্কো।

সুন্দরবন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঢাল হিসেবেই শুধু কাজ করে না, এর ওপর প্রত্যক্ষভাবে নির্ভর করে বেঁচে থাকে লাখ লাখ মানুষ। সুন্দরবন থেকে আহরিত কাঠ-গাছপালা থেকে বিভিন্ন আসবাবপত্র যেমন তৈরি হয়, তেমন নিউজপ্রিন্ট, দিয়াশলাই, হার্ডবোর্ড, নৌকা প্রভৃতিও তৈরি করার উপাদান সংগ্রহ করা হয় এখান থেকে। এখান থেকে আহরিত মধু এখন বিদেশেও রপ্তানি করা হয়। সুন্দরবন সব সময় তার স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখতে পারে না। ভারসাম্য নষ্ট হয়ে যায় নানা প্রাকৃতিক দুর্যোগে। যেমন সম্প্রতি ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ১৩৪টি হরিণ, ৪টি বন্যশূকর মারা গেছে। পুরো সুন্দরবন টানা ৩৬-৩৭ ঘণ্টা লবণাক্ত পানির নিচে থাকায় অনেক গাছপালা মারা গেছে।

এ ছাড়া নদী ভাঙন, অবৈধ বসতি, গাছ কাটার ফলে সুন্দরবন থেকে হারিয়ে গেছে ১৪৪ বর্গকিলোমিটার এলাকা। ২০২০ সালে বিশ্ব্যাংকের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ১০০ বছরে সুন্দরবনের আয়তন কমে হয়েছে ১১ হাজার ৯০৪ বর্গকিলোমিটার। ১৯০৪ সাল থেকে ১৯২৪ সাল পর্যন্ত সুন্দরবনের আয়তন ছিল ১১ হাজার ৯০৪ বর্গকিলোমিটার। ১৯৬৭ সালে হয় ১১ হাজার ৬৬৩ বর্গকিলোমিটার। ২০২৪ সালে বন বিভাগের তথ্য অনুযায়ী সুন্দরবনের আয়তন ১০ হাজার বর্গকিলোমিটার। এটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের এলাকা মিলিয়ে। এর মধ্যে বাংলাদেশ অংশে রয়েছে ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার। একদিকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় নদী ভাঙনের শিকার হচ্ছে। এতে কমে যাচ্ছে সুন্দরবনের নিজস্ব এলাকা। অন্যদিকে বনের ভেতর দিয়েই মানুষ চলাচলের রাস্তা-ঘরবাড়ি নির্মাণ করছে। যে বৃক্ষের নামে সুন্দরবন সেই সুন্দরী বৃক্ষই কমে গেছে ২৮.৭৫ ভাগ। পরিবেশ সংরক্ষণ আইনমতে, সুন্দরবনের চারদিকে ১০ কিলোমিটার এলাকা সংকটাপন্ন অঞ্চল হিসেবে ঘোষণা করলেও মানা হচ্ছে না কিছুই। বিভিন্ন স্থাপনা যেমন রিসোর্ট, কটেজ নির্মাণ করা হচ্ছে। সুন্দরবন দূষণের আরেকটি বড় কারণ নদী ও খালে জাহাজের অনিয়ন্ত্রিত চলাচল। কারণ এসব জাহাজ চলাচলে তেল নিঃসরণ হচ্ছে। সুন্দরবনে প্রায়ই আগুন লাগে। পানিপ্রবাহও আগের মতো নেই। শুষ্ক অঞ্চলে পানিপ্রবাহ কমে যায় প্রায় ৪০ শতাংশ। এতে লবণাক্ততা বেড়ে গেছে। গত ২৫ বছরে ঘন বনের পরিমাণ কমেছে ২৫ শতাংশ।

 গুগল নিউজে প্রতিদিনের বাংলাদেশ”র খবর পড়তে ফলো করুন

কিন্তু সুন্দরবনের নানা বন্য প্রাণী তথা বাঘ কতটা সংরক্ষিত? কিছুদিন আগেও শরণখোলায় একটি বাঘের মৃতদেহ উদ্ধার করেন খোদ বনরক্ষীরা। একটি তথ্যমতে সুন্দরবনে প্রথম বাঘজরিপ হয় ২০১৩-১৪ সালে। সে সময় বাঘের সংখ্যা ছিল ১০৬। এক দশকে বাঘ কমেছে দুই-তৃতীয়াংশ। ২০০৪ সালে ছিল ৪৪০টি। তবে এ সংখ্যাটি বাংলাদেশ ও ভারত দুই অংশের সুন্দরবন মিলিয়ে। ২০১৮ সালে বাঘশুমারিতে পাওয়া গিয়েছিল ১১৪টি। ২০০১ থেকে ২০২২ সাল পর্যন্ত সুন্দরবনে কমপক্ষে ৪৬টি বাঘ মারা হয়েছে। সুন্দরবনে একসময় ৪০০ প্রজাতির পাখি বাস করলেও এখন মাত্র ২৭০ প্রজাতির পাখির দেখা মেলে।

সুন্দরবনে ৩৭৫ প্রজাতির বন্য প্রাণী বসবাস করে। এর মধ্যে হরিণ, বানর, শূকর, শজারু, গুঁইসাপ বাঘের খাদ্য। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অব নেচার সংক্ষেপে আইইউসিএনের জরিপ অনুযায়ী হরিণসহ এ পাঁচ প্রজাতির সংখ্যা বেড়েছে। ২০০৪ সালে চিত্রল ও মায়া হরিণের সংখ্যা ছিল ৮৩ হাজার। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬০৪-এ। বানর ৫১ হাজার থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৫২ হাজার ৪৪৪। বন্যশূকর ২৮ হাজার থেকে বেড়ে হয়েছে ৪৭ হাজার ৫১৫। সুন্দরবনে এবারই প্রথম জরিপ করা হয় গুঁইসাপ ও শজারু। গুঁইসাপ দেখা গেছে ২৫ হাজার ১২৪টি আর শজারু পাওয়া গেছে ১২ হাজার। সুন্দরবনের এখন সব বন্য প্রাণীর সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৯২৮। খুশির খবর হলো, বাঘের সংখ্যাও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রতি বছর ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবসে এ সংখ্যাটি জানানো হয়। ২০২৪ সালে অনিবার্য কারণে জুলাইয়ের সংখ্যা জানা না গেলেও আগস্টে জানা যাবে বলা হয়েছে। তখন হয়তো সংখ্যার বিষয়টি আরও স্পষ্ট করা যাবে।

বন বিভাগ সুন্দরবন রক্ষায় কিছু উদ্যোগ নিচ্ছে। যেমন সুন্দরবন সুরক্ষা প্রকল্প, সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্প। এসবের মাধ্যমে অভয়ারণ্য এলাকা বাড়ানো হয়েছে। ২০২১ সাল থেকে রাসমেলা বন্ধ করে শুধু পুণ্যস্নান ও রাসপূজার অনুমতি দেওয়া হয়েছে, জুন থেকে আগস্ট পর্যন্ত বন্য প্রাণীর প্রজননকালে বনজদ্রব্য সংগ্রহ ও পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে; যাতে বন্যপ্রাণীর প্রজনন বাধাগ্রস্ত না হয়। বিশেষজ্ঞদের মতে বাঘের বিচরণ ক্ষেত্র ও বাংলাদেশে সুন্দরবনের মোট এলাকার পরিপ্রেক্ষিতে ২০০ থেকে ২৫০টি বাঘ থাকা দরকার। একসময় অধিকাংশ দেশে বাঘ পাওয়া গেলেও এখন বাংলাদেশসহ বিশ্বের মোট ১৩ দেশে একে পাওয়া যায়। বাংলাদেশে গত ১০০ বছরে বাঘের সংখ্যা ৯৫ শতাংশ কমলেও এর সংখ্যা এখন বাড়ছে। সুন্দরবনের আবাসস্থলের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও শিকারিদের দৌরাত্ম্য কমাতে পারলে অচিরেই এর সংখ্যা স্বাভাবিক পর্যায়ে আসবে বলে আশা করা যায়।

শিক্ষক ও গবেষক

জীবনের প্রয়োজনেই বনের সুরক্ষা জরুরি ড. বিভূতিভূষণ মিত্র

 পরিবেশ-প্রতিবেশ

জীবনের প্রয়োজনেই বনের সুরক্ষা জরুরি

ড. বিভূতিভূষণ মিত্র

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪ ০৯:০১ এএম

ড. বিভূতিভূষণ মিত্র

রবীন্দ্রনাথ ঠাকুর ‘সভ্যতার প্রতি’ কবিতায় লিখেছিলেন, দাও ফিরে সে অরণ্য, লও এ নগর,/লও যত লৌহ লোষ্ট্র কাষ্ঠ ও প্রস্তর/হে নবসভ্যতা! হে নিষ্ঠুর সর্বগ্রাসী,/দাও সেই তপোবন পুণ্যচ্ছায়ারাশি’। বনের ওপর মানুষ প্রাচীনকাল থেকেই নানাভাবে নির্ভরশীল। ঘর বানানো, জ্বালানি প্রভৃতি কাজে মানুষ আদি থেকেই বন ব্যবহার করে আসছে। প্রায় ২০০০ খ্রিস্টপূর্বাব্দে দ্রাবিড় সভ্যতার বিকাশের সময় বন ব্যবহার সম্পর্কে জানা গেছে। সে সময় তারা গাছ কেটে ঘর বানাত। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলত। বেদ, পুরাণ, রামায়ণ ও মহাভারতেও বন ও বনায়ন সম্পর্কে জানা যায়। এসব গ্রন্থে শাল, বেল, কিংশুক প্রভৃতির কথা উল্লেখ আছে। সম্রাট অশোক সম্পর্কে জানা যায়, তিনি বন ও বন্য প্রাণী ভালোবাসতেন ও সেসবের খুব যত্ন নিতেন এবং বন সংরক্ষণ করতেন। মুঘলদের আমলে বন সংরক্ষণের কথা তেমন পাওয়া না গেলেও তাদের বন ব্যবহার করার কথা জানা গেছে। তারা সৌন্দর্যবর্ধনের জন্য বনের গাছ ব্যবহার করত। পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যাপক মাত্রায় বন কেটে রেললাইনসহ নানা কাজ শুরু করলেও ভারতবর্ষে প্রথম বন সংরক্ষণের কথা আসে লর্ড ডালহৌসির আমলে। পরে ১৮৬৪ সালের ১ নভেম্বর প্রথম ভারতে বন বিভাগ চালু হয়। বন এমন একটি প্রাকৃতিক সম্পদ যেখানে প্রাকৃতিকভাবে গাছপালা, পশুপাখি সবাই মিলে একসঙ্গে থাকে। বনের আয়তন বিশাল হয়ে থাকে যেখানে নানা বৃক্ষরাজি, ছোটবড় ঝোপঝাড় থাকে। থাকে বিভিন্ন বন্য প্রাণী, পাখি ও কীটপতঙ্গ। এখানকার ভূপ্রাকৃতিক বৈচিত্র্য বেশ গুরুত্বপূর্ণ।

জাতিসংঘের মতে সারা বিশ্বে ১.৬ বিলিয়নের বেশি মানুষ জীবিকার প্রয়োজনে বনের ওপর নির্ভরশীল। প্রাচীনকাল থেকে শুরু করে আজ অবধি বিশ্বের ৮০ শতাংশ বন মানুষের কারণে ধ্বংস হয়েছে। এফএওর তথ্য অনুযায়ী বৈশ্বিক অর্থনীতিতে জ্বালানি কাঠের বার্ষিক অর্থমূল্য ৪ লাখ মার্কিন ডলারের বেশি। বনের ওপর মানুষ নানাভাবে নির্ভরশীল। বন অক্সিজেন তৈরি করে। আমারেদ ঠান্ডা রাখে। কার্বন ডাইঅক্সাইড সংরক্ষণ করে। বাতাস পরিষ্কার ও ভূমিক্ষয় রোধ করে। খাবারের জোগান এবং কোটি কোটি মানুষকে চাকরি দেয়। বন বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। বাতাস নির্মল রাখে। পৃথিবীর প্রায় ৩০ কোটি লোক বাস করে বনে। এর ৬ কোটিই আদিবাসী। এসব মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বনের ওপর নির্ভরশীল। একটি তথ্যমতে যুক্তরাষ্ট্রের গাছ বছরে ৮৫০ জন মানুষ বাঁচায় আর স্বাস্থ্য খরচ কমায় ৬৮০ কোটি ডলার। পৃথিবীর ১ কোটি মানুষ সরাসরি বনের ওপর নির্ভরশীল। বন আমাদের বিভিন্ন ধরনের ওষুধসহ মধু, মাশরুম, ফল, বাদাম ইত্যাদির জোগানদাতা। এ ছাড়া বনের গাছপালা শব্দপ্রতিবন্ধক হিসেবে কাজ করে, যা মারাত্মক শব্দদূষণ থেকে আমাদের রক্ষা করে। বলা হয়, বাড়ির চারপাশে গাছপালা থাকলে ৫ থেকে ১০ ডেসিবেল শব্দ কমিয়ে আনতে পারে।

বাংলাদেশে পাহাড়ি বন, ম্যানগ্রোভ বন, উপকূলীয় বন, শালবন, কৃত্রিম বন প্রভৃতি নানা রকম বন দেখা যায়। পাহাড়ি বন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম ও সিলেট জেলায় অবস্থিত। বৃহত্তর খুলনায় অবস্থিত ম্যানগ্রোভ বন। পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও ভোলায় উপকূলীয় বন অবস্থিত। এ ছাড়া বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, নেত্রকোনা, টাংগাইল, রাজশাহী, রংপুর ও দিনাজপুরে শালবন রয়েছে। পাহাড়ি বনের পরিমাণ ১৩ লাখ হেক্টরের বেশি। এসব বনে তেলশুর, চিকরাশি, বৈলাম, গামার, বাঁশ, শীল কড়ই প্রভৃতি গাছ জন্মে। বন্য প্রাণীর মধ্যে দেখা যায় বানর, শূকর, বনমোরগ, সাপ, শিয়াল, নেকড়ে, কাঠবিড়ালি প্রভৃতি। লতার মধ্যে রয়েছে কাঞ্চনলতা, আনিগোটা, কুমারীলতা, শতমূলী, গিলা প্রভৃতি। এ ছাড়া এখানে অনেক ছনঘাস পাওয়া যায়। শালবনটির একটি অংশ ব্রহ্মপুত্র ও যমুনার মধ্যবর্তী অঞ্চলে। এটি ৮০ কিমি দীর্ঘ ও ৭ থেকে ২০ কিমি চওড়া। এটি মধুপুর গড় নামে পরিচিত। আরেকটি অংশ শেরপুরে। এ অংশটি ৬০ কিমি দীর্ঘ ও ১.৫-১০ কিমি চওড়া। এ ছাড়া শালবনের কিছু অংশ দিনাজপুর, ঠাকুরগাঁও ও নওগাঁয় অবস্থিত। বাংলাদেশের মোট আয়তনের ৪.০৭ ভাগ ম্যানগ্রোভ বন। এসব বনের অধিকাংশ এলাকায় জোয়ারভাটা হয়। ফলে এ বনের গাছপালা বেশ লবণসহনশীল হয়। সুন্দরী, গেওয়া, গরান, বাইন, ধুন্দুল, কেওড়া, গোলপাতা এসব বনের প্রধান বৃক্ষ। এ ছাড়া এখানকার উল্লেখযোগ্য বন্য প্রাণী হলো রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রাহরিণ, বানর ইত্যাদি। শালবনের প্রধান বৃক্ষ শাল। এখানকার ৯০ ভাগ এলাকায় শাল গাছ পাওয়া যায়। বাংলাদেশের বিস্তীর্ণ একটি অংশ সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় রয়েছে। রাস্তাঘাট, রেললাইনের দুই ধার, স্কুল-কলেজের আঙিনা প্রভৃতি জায়গায় এ বনায়ন কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচিতে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। এসব সামাজিক বনে প্রধান বৃক্ষ হলো ইউক্যালিপটাস, কড়ই, আকাশমণি, গোড়ানিম ইত্যাদি। বাংলাদেশের উপকূলীয় এলাকা যেমন খুলনা, পটুয়াখালী, নোয়াখালী ও চট্টগ্রাম জেলায় উপকূলীয় বন অবস্থিত। এর আয়তন প্রায় ৫ রাখ ২০ হাজার হেক্টর। প্রধানত সুন্দরী, গেওয়া, গরান, ধুন্দুল, আমুর, ডাকুর প্রভৃতি গাছ পাওয়া যায়। এখানে ঝাউ, কেরু, পনিয়াল, কাঠবাদাম, পিপুল, নিশিন্দার দেখা মেলে।

জীবজগতের ৮০ শতাংশের বসবাস বনে। প্রায় ৬০ হাজার প্রজাতির উদ্ভিদের আবাসস্থল এ বন। এ ছাড়া উভচর প্রজাতির ৮০, পাখি প্রজাতির ৭৫ ও স্তন্যপায়ী প্রাণী প্রজাতির ৬৮ শতাংশের বসবাস বনে। কিন্তু ধীরে ধীরে উজাড় হয়ে যাচ্ছে এসব বন। ডব্লিউডব্লিউএফের তথ্যমতে প্রতি বর্গ কিলোমিটার বন ১ হাজার পর্যন্ত জীব প্রজাতি ধারণ করতে পারে। এফএওর মতে বিশ্বব্যাপী ২০০০-২০১৫ সাল নাগাদ প্রায় ১.৪ শতাংশ বন হারিয়ে গেছে। বাংলাদেশে অধিকাংশ বন ধ্বংস হচ্ছে দখলে মাধ্যমে। বন বিভাগের তথ্যমতে সারা দেশে ২ লাখ ৫৭ হাজার ১৫৮ একর বন দখলে চলে গেছে। ২০০১ থেকে ২০১৫ সাল পর্যন্ত গড়ে ২৫ হাজার একর বনভূমি দখল হয়েছে। এসব বন ধ্বংসের কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে বন্যপ্রাণী। এ ব্যাপারে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর নেচার কনজারভেশনের ২০১৫ সালের প্রতিবেদনমতে বাংলাদেশে বিলুপ্ত প্রাণী প্রজাতির সংখ্যা ৩১। ১ হাজার ৬০০ প্রাণী প্রজাতির ৩৯০টি হুমকির মধ্যে রয়েছে। আর ৫০টির বেশি প্রজাতি ঝুঁকিতে আছে। আইইউসিএনের ২০০০ ও ২০১৫ সালের প্রতিবেদন তুলনা করলে দেখা যাবে এ বিলুপ্তির হার অত্যধিক। ২০০০ সালে বিলুপ্ত প্রাণী প্রজাতির সংখ্যা ছিল ১৩। অর্থাৎ ১৫ বছরে ১৮টি প্রাণী প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে যা ভয়াবহ বিলুপ্তির হারকে নির্দেশ করছে। বাংলাদেশে বিলুপ্ত প্রাণীর মধ্যে রয়েছেÑডোরাকাটা হায়েনা, ধূসর নেকড়ে, নীল গাই, সুমাত্রা গন্ডার, জাভা গন্ডার, ভারতীয় গন্ডার, শিঙাহরিণ, মন্থর ভালুক ইত্যাদি। আইইউসিএনের মহাবিপন্ন প্রাণীর তালিকায় আছে হাতি, ভোঁদড়, রয়্যাল বেঙ্গল টাইগার, চিতা, বনরুই, উল্লুক, চশমাপরা হনুমান, বনগরু, সাম্বার হরিণ, কাঠবিড়ালি, কালো ভালুক প্রভৃতি।

বেশ কিছুদিন আগে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত এক আলোচনা সভায় বন উদ্ধারে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা উঠে এসেছিল। এতে বলা হয়েছিল, সারা দেশে ২ লাখ ৫৭ হাজার ১৫৮ দশমিক ৮৪ একর বেদখল হয়েছে। এর মধ্যে ১ লাখ ৩৮ হাজার ৬১৩ একর সংরক্ষিত বন। বনভূমি দখল করে আছে এমন ৮৮ হাজার ২১৫ জন চিহ্নিত করা আছে। বনের জমি দখল করে এখানে শিল্পকারখানা থেকে শুরু করে রিসোর্ট, বসতভিটাও বানানো হয়েছে। এমনকি বনের জমি দখল করে চাষাবাদও করা হচ্ছে। একটি তথ্যমতে ১ লাখ ৬০ হাজার ব্যক্তি ও প্রতিষ্ঠান বনভূমি দখল করে আছে। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের বন বেশি হুমকির মুখে। ২৮ জেলায় দখলকৃত বনভূমি রয়েছে। বন বিভাগের তথ্যমতে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে রয়েছে কক্সবাজার। কক্সবাজার জেলায় দখলকৃত বনভূমির পরিমাণ ৫৯ হাজার ৪৭১ একর। শেরপুরের বনের অবস্থাও খারাপ। এখানকার তিন উপজেলায় বনের জমি দখল করে ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে। চাষাবাদ করা হয়েছে। সম্প্রতি গাজীপুর জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে অবৈধ দখলে থাকা ৭ একর ৫৩ শতাংশ বনভূমি উদ্ধার করেছে। এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সারা দেশেই এ রকম অভিযান পরিচালনা করে অবৈধ দখলদারের কাছ থেকে বনভূমি উদ্ধার করতে পারলে তা হবে অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশ ও এর ভবিষ্যৎ প্রজন্ম ফিরে পাবে বেঁচে থাকার স্বাস্থ্যকর পরিবেশ। বনের সুরক্ষা জীবনের প্রয়োজনেই অপরিহার্য। বন ও ভূমি খেকোদের রুখতেই হবে।

শিক্ষক ও গবেষক