নিঃশ্বাসে বিষ, বহুমাত্রিক ক্ষতি ড. বিভূতি ভূষণ মিত্র প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪ ১৩:২৫ পিএম বাংলাদেশের বায়ুদূষণের পরিমাণ এখন দিন দিন বেড়েই চলেছে। এ দূষণ এখন বিশ্বের সবচেয়ে বেশি। দূষণ যেমন বাড়ছে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বায়ুজনিত নানা রোগ। মানুষের গড় আয়ুও কমে যাচ্ছে। একদিকে যেমন নগরায়ণ, অনিয়ন্ত্রিত নির্মাণকাজ ও জলবায়ু পরিবর্তিত হচ্ছে দ্রুত, অন্যদিকে বাড়ছে শ্বাসকষ্ট। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এ বায়ুদূষণ যেটা বাড়ছে সেটা আর নিয়ন্ত্রণের মধ্যে থাকছে না। দূষণ হয়ে যাচ্ছে দীর্ঘমেয়াদি। এর প্রভাব পড়ছে বেশি। ক্লিন এয়ার ফান্ডের একটি তথ্যমতে স্টেট অব গ্লোবাল এয়ার কোয়ালিটি ফান্ডিং ২০২৩-এর প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ ...