জলবায়ু পরিবর্তন ঝুঁকি বাড়ছে শিশুদের ড. বিভূতিভূষণ মিত্র প্রকাশ : ১ ঘণ্টা আগে আপডেট : ১ ঘণ্টা আগে  ড. বিভূতিভূষণ মিত্র বাংলাদেশে প্রায় প্রতি বছরই তাপপ্রবাহের ঘটনা ঘটছে। প্রতি বছর এপ্রিল মাসে গড়ে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি এবং এক থেকে দুটি তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের ঘটনা ঘটছে। ২০২৪ সালে তাপপ্রবাহ এত বেড়েছে যে, কয়েকবার হিট অ্যালার্ট জারি করতে হয়েছে। বনভূমির পরিমাণ কমে যাওয়া, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া, শিল্পায়ন, নগরায়ণ ছাড়াও বৈশ্বিকভাবে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ বেড়ে যাওয়ার কারণে তাপপ্রবাহের ঘটনা বেড়েই চলেছে। জাতিসংঘের জলবায়ু সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল আইপিসিসির মতে, বাংলাদেশের তাপমাত্রা ২০৩০ সাল পর্যন্ত ০.৪৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ০.৬৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। ২০৫০ সালে এটি ১.৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তাদের মতে, প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে অতিবৃষ্টি বাড়বে ৭ শতাংশ। প্রতি দশকে একবার প্রচণ্ড খরা হবে। এতে অধিকাংশ জমি শুকিয়ে যাবে। এক ডিগ্রি সেলসিয়াস বাড়লে তাপপ্রবাহ বাড়বে ৯.৪ গুণ। এরই মধ্যে তাপপ্রবাহের ঘটনা বেড়েছে ২.৮ গুণ।...