সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

নভেম্বর ১৭, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

জলবায়ু অর্থায়নে ন্যায়বিচার ও সমতার দাবি ড. বিভূতি ভূষণ মিত্র

  কপ-২৯ জলবায়ু অর্থায়নে ন্যায়বিচার ও সমতার দাবি ড. বিভূতি ভূষণ মিত্র প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪ ০৮ :৫১ এএম  ড. বিভূতি ভূষণ মিত্র বিশ্ব জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন অর্থাৎ কনফারেন্স অব পার্টিজের ২৯তম আসর বসেছে আজারবাইজানের রাজধানী বাকুতে। এই সম্মেলন ১১ নভেম্বর শুরু হয়েছে। শেষ হবে ২২ নভেম্বর। জাতিসংঘের সদস্য দেশগুলো এ সম্মেলনে অংশ নেয়। সদস্য সংখ্যা ১৯৮। ১৯৭ দেশ ও ইউরোপীয় ইউনিয়ন মিলে মোট ১৯৮। এ সম্মেলনে রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, সরকারি কর্মকর্তারা ছাড়াও পরিবেশবিষয়ক বিভিন্ন বেসরকারি সংস্থা, সুশীলসমাজের প্রতিনিধি, আদিবাসী প্রতিনিধি, গবেষণা প্রতিষ্ঠানও অংশ নিতে পারে। সারা বিশ্বের জলবায়ু, প্রকৃতি ও পরিবেশ নিয়ে নীতিনির্ধারণী আলোচনা করা হয়। পরিবেশ ও জলবায়ুসংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি বছর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। আফ্রিকা, এশিয়া, মধ্য ও পূর্ব ইউরোপ, পশ্চিম ইউরোপ, লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান এলাকাগুলো থেকে কপের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। পর্যায়ক্রমে সেসব দেশেই কপ হয়ে থাকে। কোনো কারণে কোনো দেশ অপারগ হলে তা জার্মানির বনে অনুষ্ঠিত হবে। কপের শুরু ১৯৯২ সালে রিওডি জেনেরিওতে...

পলিথিনের পর্যাপ্ত বিকল্প ব্যবস্থা থাকা দরকার ড. বিভূতি ভূষণ মিত্র

পলিথিনের পর্যাপ্ত বিকল্প ব্যবস্থা থাকা দরকার  ড. বিভূতি ভূষণ মিত্র পলিথিনের স্বাস্থ্যগত ঝুঁকি অনেক। চোখ জ্বালা করা, শ্বাসকষ্ট, লিভারের সমস্যা, ক্যান্সার, চর্মরোগ থেকে শুরু করে অনেক মারাত্মক রোগের জন্য পলিথিন দায়ী। আমরা বাজারে গেলে পলিথিনে করেই সব কিছু নিয়ে আসি। এমনকি বিভিন্ন খাদ্যদ্রব্যও।   অথচ পলিথিনে মোড়ানো এসব খাবারই খাদ্যে বিষক্রিয়ার জন্য দায়ী। মাছ-মাংস পলিথিন ছাড়া আমরা রাখি না। কিন্তু পলিথিনে মাছ-মাংস প্যাকিং করলে অবায়বীয় ব্যাকটেরিয়ার জন্ম হয়। প্লাস্টিকের বর্জ্য মাইক্রো ও ন্যানো কণা রূপে মানুষের শরীরে ঢুকে হরমোনজনিত নানা সমস্যা সৃষ্টি করছে। এটি মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের নানা রোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদন ব্যাহত করছে। ক্যান্সারসহ ত্বকের নানা রকম রোগ সৃষ্টি করছে। সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, পৃথিবীর ৮৫ শতাংশ কলের পানিতে মাইক্রোপ্লাস্টিক রয়েছে, যেখান থেকে প্রতি মাসে ২১ গ্রাম এবং বছরে ২৫০ গ্রাম এই প্লাস্টিক মানুষের শরীরে ঢুকে গুরুতর ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ফথেলেটস, বিসফেনোন, অর্গানোটিনস, পার ও পরি ফ্লোরোঅ্যালকাইল, বিসফেনল এ প্রভৃতি রাসায়নিক উ...

ইটভাটায় প্রয়োজন পরিবেশবান্ধব প্রযুক্তি

 ইটভাটায় প্রয়োজন পরিবেশবান্ধব প্রযুক্তি জনস্বাস্থ্য ইটভাটায় প্রয়োজন পরিবেশবান্ধব প্রযুক্তি আইন অনুসারে ইটভাটা যে জেলায় অবস্থিত, সেখানকার জেলা প্রশাসকের কাছ থেকে লাইসেন্স নেওয়া ছাড়া কোনো ব্যক্তি ইট প্রস্তুত করতে পারবে না এবং ইটভাটা ছাড়া কোথাও ইট প্রস্তুত করা যাবে না। আইনে মাটি ব্যবহার সংক্রান্ত কথাও বলা আছে। এতে বলা হয়, কোনো ব্যক্তি ইট তৈরি করার জন্য কৃষিজমি, পাহাড় বা টিলা থেকে মাটি কেটে ইট তৈরি করতে পারবে না। তবে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে মজা পুকুর, খাল-বিল, দিঘি, নদনদী, হাওর-বাঁওড়, চরাঞ্চল বা পতিত জায়গা থেকে মাটি কেটে তা ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করতে পারবে। এই আইনের ৬ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি ইটভাটায় ইট পোড়ানোর জন্য জ্বালানি হিসেবে কোনো জ্বালানি কাঠ ব্যবহার করতে পারবে না। ৮ ধারায় বলা হয়েছে, ছাড়পত্র থাকুক বা না থাকুক; আবাসিক, সংরক্ষিত বা বাণিজ্যিক এলাকা, সিটি করপোরেশন, পৌরসভা বা উপজেলা সদর, সরকারি বা ব্যক্তিমালিকানাধীন বন, অভয়ারণ্য, বাগান বা জলাভূমি, কৃষিজমি, প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় সীমানার ভেতরে কোনো ইটভাটা স্থাপন করা যাবে না।      এসব বিধি লঙ্ঘন ...

কতটা উন্নত সুন্দরবনের পরিবেশ ড. বিভূতি ভূষণ মিত্র

  কতটা উন্নত সুন্দরবনের পরিবেশ  ড. বিভূতি ভূষণ মিত্র খুব বেশিদিন আগে নয়, ২০২৩ সাল অর্থাৎ গত বছরের জুলাই মাসে বাংলাদেশের বাঘ নিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, বাঘ পাচারে বাংলাদেশ অন্যতম শীর্ষ দেশ। বাঘ নিয়ে গবেষণা করে প্যানথেরা নামের একটি সংগঠন এবং চায়নিজ একাডেমি অব সায়েন্সেস এই গবেষণা প্রতিবেদন তৈরি করে। প্রতিবেদনে বলা হয়, সুন্দরবনে শিকার হওয়া বাঘের বিভিন্ন অংশ বিশ্বের ১৫টি দেশে পাচার করা হয়, যদিও সরকার দাবি করে আসছে যে বাঘ পাচারকারীদের বিরুদ্ধে তারা যথাযথ ব্যবস্থা রেখেছে। যা হোক, এই প্রতিবেদনটি যে কাউকে চমকে দেওয়ার মতো। বাংলাদেশ সরকার সুন্দরবনের বাঘ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করে ২০১৬ সালে। শোনা যায়, অভিযান শুরুর পর অন্তত ১১৭ জন পাচারকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। কয়েক শ জন গ্রেপ্তার হয়েছে। অনেকে সাধারণ ক্ষমার আওতায় এসেছে। অভিযানের আগে পাচারকারীদের এই ব্যবসা ছিল রমরমা। গবেষণায় বলা হয়, আন্তর্জাতিক চক্র ছাড়াও দেশের ভেতরেও বাঘের বিভিন্ন অংশের চাহিদা আছে বলে উল্লেখ করা হয়, যদিও বন বিভাগ বলেছে গবেষণার এই বিষয়টি বিতর্কিত। গবেষণায় বলা হয়, বাংলাদেশের ...

সিসাদূষণ মোকাবিলা ড. বিভূতি ভূষণ মিত্র

https://www.ajkerpatrika.com/op-ed/column/ajpk5xshe0nov   সিসা একটি নরম ধাতু। এটি ঈষৎ নীলাভ ধূসর বর্ণের। এর পারমাণবিক সংখ্যা ৮২। ধাতুটি এতটাই নরম যে একটি ছুরির সাহায্যে একে কাটা যায়। সিসা কিন্তু মারাত্মক ক্ষতিকর বিষ। এই বিষের ভেতরেই বাস করছে বাংলাদেশের বেশির ভাগ মানুষ। বাংলাদেশের বাতাসে যেমন সিসার উপস্থিতি দেখা গেছে, তেমনি মাটিতে-পানিতেও পাওয়া গেছে। এমনকি খাবারেও সিসার উপস্থিতি দেখা গেছে। সম্প্রতি ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরির (এনএফএসএল) একটি গবেষণায় দেখা গেছে খোলা, প্যাকেটজাত দুধ এবং দইয়ে সিসা, ক্রোমিয়ামসহ অন্যান্য উপাদানের উপস্থিতি। সিসা নানাভাবে ছড়িয়ে পড়ছে। খাদ্যদ্রব্য ছাড়াও ধূমপান, পানীয় জল, নিত্যব্যবহার্য দ্রব্যাদির মাধ্যমে শরীরে প্রবেশ করছে। এ ছাড়া পেট্রল, পেইন্ট, ব্যাটারি, খেলনা ইত্যাদির দ্বারাও সিসা ছড়িয়ে পড়ছে। এমনকি যুক্তরাষ্ট্রে একটি গবেষণায় দেখা গেছে, সেখানে বছরে দুই লাখ টন সিসা বাতাসে ছড়িয়ে পড়ে। এটি উদ্ভিদ ও প্রাণীর জীবনচক্রকে নানাভাবে প্রভাবিত করছে। মাটিতে মিশছে। তারপর উদ্ভিদের শরীরে যাচ্ছে। এরপর প্রাণীর শরীরে প্রবেশ করছে। এভাবে ধীরে ধীরে প্রবেশ করছে মানুষের শরীরেও। ...

ই-বর্জ্য ব্যবস্থাপনা জরুরি

  ই-বর্জ্য ব্যবস্থাপনা জরুরি অন্যদৃষ্টি ই-বর্জ্য ব্যবস্থাপনা জরুরি বিভূতি ভূষণ মিত্র  প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪ | ০০:০৬ ই-বর্জ্য বলতে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক সামগ্রীকে বোঝায়, যার অর্থনৈতিক উপযোগিতা নেই। ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক পণ্য বা যন্ত্রপাতিগুলোকে পাঁচ শ্রেণিতে ভাগ করা হয়েছে। যেমন– ঘরোয়া যন্ত্রপাতি; বিভিন্ন ধরনের ল্যাম্প, কাপড় ধোয়ার যন্ত্র, মাইক্রোওয়েভ ওভেন, হিটার, ক্লিনার, টোস্টার, ব্যাটারি, টেলিভিশন, রেডিও, ডিভিডি প্লেয়ার, ক্যামেরা, ভিডিও ক্যামেরা ইত্যাদি। ধোঁয়া নির্ণয়কারী যন্ত্র, তাপ নিয়ন্ত্রক, থার্মোস্ট্যাট, ধোঁয়া নির্বাপক ইত্যাদি নিয়ন্ত্রক যন্ত্রপাতি। মাইক্রোস্কোপ, এমআরআই যন্ত্র, এন্ডোস্কোপি যন্ত্র, এক্স-রে মেশিন, আলট্রাসাউন্ড প্রভৃতি চিকিৎসা যন্ত্রপাতি এবং ল্যাপটপ, স্ক্যানার, ক্যালকুলেটর, নোটবুক, প্রিন্টার, মনিটর, ফ্যাক্স প্রভৃতিকে তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি ধরা হয়।    ই-বর্জ্যের পরিমাণ দিন দিন বেড়েই চলছে। এক পরিসংখ্যান মতে, বাংলাদেশে বছরে ৩০ লাখ টন ই-বর্জ্য তৈরি হচ্ছে। বাংলাদেশে ২০১৮ সালে ই-বর্জ্যের পরিমাণ ছিল ৪ লাখ মিলিয়ন টন। এর মধ্যে...