English যুক্তিতর্ক বিপন্ন প্রাণী হত্যা বন্ধ করুন ড. বিভূতি ভূষণ মিত্র প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০৪:০৬ পিএম ড. বিভূতি ভূষণ মিত্র কোনো একটা প্রাণীকে মেরে দড়িতে বেঁধে ঝুলিয়ে রাখা যেন আমাদের দেশের একটা স্বাভাবিক দৃশ্য। শুধু তাই নয়, কোনো একটা প্রাণীকে হত্যা করার দৃশ্য যেন একটা খেলার দৃশ্য। অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছে। হাসছে। আর ব্যথায়-যন্ত্রণায় একটা প্রাণী মারা যাচ্ছে। প্রাণীটির চোখ বেয়ে জল ঝরছে। কেউ দেখছে না। প্রাণীটি কান্না করছে। করছে বুকফাটা চিৎকার। কোনো মানুষ দেখছে না। মানুষ উল্লাস করছে। একটি প্রাণী মারা যাচ্ছে আর মানুষ তা দেখে উল্লাসে ফেটে পড়ছে। মেছো বিড়াল, হাতি, বাঘ কেউই এসব হত্যা থেকে রেহাই পায়নি। একটি পরিসংখ্যান মতে, ১৭ বছরে বাংলাদেশের মানুষ হাতি হত্যা করেছে ৯০টি। বন বিভাগের তথ্য মতে, ২০০৪ সাল থেকে ১৭ বছর পর্যন্ত হাতি হত্যা করা হয়েছে ১১৮টি। আরেকটি তথ্য অনুযায়ী, হাতি-মানব দ্বন্দ্বে ২৩৬ জন মানুষ মারা গেছে। ২০২১ সালে দেওয়া আইইউসিএনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে গত ১৭ বছরে ৯০টি হাতি হত্যা করা হয়। এর মধ্যে ২০২০ সালে হত্যা করা হয় ১১টি হাতি। ডব্লিউএফ এবং ইউএন এনভায়রনমে...